শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪০

দ্বিতীয় ডোজের মাধ্যমে শেষ জবির টিকাদান কার্যক্রম 

মাহির আমির জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

(মঙ্গলবার) বিকেল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অস্থায়ী মেডিক্যাল সেন্টারের বুথ থেকে টিকার প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও শিক্ষার্থীদের গত ৫ - ৭ ডিসেম্বর সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত (সিনোফার্মের) ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে প্রথম দিনে ৪০০ জন,  দ্বিতীয় দিনে ৪০১ জন এবং তৃতীয় অর্থাৎ সর্বশেষ দিনে ৬০০ জন সহ সর্বমোট ১৪০১ জন শিক্ষার্থী ও কর্মকর্তা - কর্মচারীকে ২য় ডোজ টিকা প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত দু'দিনের বৃষ্টি ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা জন্য অনেক শিক্ষার্থী টিকা নিতে পারেন নি। শিক্ষার্থীরা দাবি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিলো অত্যন্ত একদিন সময় বাড়িয়ে দেওয়া কিংবা টিকা প্রদানের সময় বর্ধিত করা শেষ দিনে। 

বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী জহুরুল ইসলাম বলেন, শেষ দিন মেডিক্যাল সেন্টারে টিকা নিতে এসে আমি টিকা না নিয়ে ফিরে যেতে হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় থেকে টিকার প্রথম ডোজ নিয়েছি এখন দ্বিতীয় ডোজের জন্য আবার কোথায় যাব কিংবা কিভাবে দিব বুঝতে পারছি না। 

বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, মঙ্গলবার শেষ দিন ছিল। বিশ্ববিদ্যালয়ে আর টিকা দেয়া হবে না। সফলভাবে টিকাদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। সবাই টিকা নিতে পেরেছে। যারা প্রথম ডোজ নিয়েছে বা যদি কারো বাকিও থাকে তারা মিডফোর্ডে (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে) টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবে।’

গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসের দিন টিকা ক্যাম্পের উদ্বোধন করা হয় এবং ২৫ থেকে ৩০ নভেম্বর প্রথম দফায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে প্রথম ডোজ (সিনোফার্মের) টিকা নিয়েছে এক হাজার ৯৬০ জন শিক্ষার্থী। 

এই বিভাগের আরো খবর